সন্ত্রাসী সংগঠন হিসেবে হামাসকে চিহ্নিত করে নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্যের সরকার। দেশটির স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল জানিয়েছেন, সামনের সপ্তাহে বিষয়টি সংসদে তোলা হবে। শুক্রবার (১৯ নভেম্বর) এসব জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হামাস নিষিদ্ধ হলে ব্রিটেনে সংগঠনটির সমর্থকরা ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন। সচিব বলেন, হামাসের রাজনৈতিক শাখা এবং সামরিক শাখার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে না।
ফিলিস্তিনি আন্দোলনের কাসাম ব্রিগেড হচ্ছে হামাসের সামরিক শাখা। এরাই গাজা উপত্যকা শাসন করে। ২০০১ সালের মার্চ থেকে ব্রিটেন নিষিদ্ধ এই ব্রিগেড।
সাহিম/বা.বি