শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

রাজশাহীতে চাঁদা দাবিতে ফেঁসে গেল পুলিশ কর্মকর্তা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ নভেম্বর, ২০২১

বোয়ালিয়া থানার এসআই সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ড. তানবীর হাবিব নামের এক ব্যক্তি। তানবীর হাবিব বুধবার (১৭ নভেম্বর) রাজশাহী কোর্টে এই মামলা দায়ের করেন।

 

অভিযুক্তদের বিরুদ্ধে বাদী তানবীর হাবিব অভিযোগ তোলেন তার থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি ও তাকে মারধর ও হুমকি দেয়া হয়।

 

মামলার আসামিরা হলেন- বোয়ালিয়া থানার এসআই নাদিম উদ্দিন (৩৮), মোসা. শারমিন (৩৫), মজিবর রহমান খোকন (৪২), ওবাইদুল ইসলাম (৪৫) ও রাজু আহম্মেদ (৩৩)।

 

তানবীর হাবিব অভিযোগে বলেন, শারমিন ও খোকনের বাড়ির উত্তরে আমার (হাবিব) ৬ তলা বাড়ি। শারমিন ও খোকনের ৭ তলা বাড়ির ছাদে রবি কোম্পানীর টাওয়ার তৈরি করা হচ্ছে। এতে বাড়ি হেলে পড়েছে আমার (হাবিব) বাড়ির উপরে। এনিয়ে প্রতিবাদ করলে খোকনসহ কয়েকজন মিলে মারধর করে।

 

তিনি আরো বলেন, পরে বোয়ালিয়া থানার এসআই নাদিম ৫০ লাখ টাকা দাবি করেন। এসময় শারমিন ও খোকন বলে চাঁদা দিলে তোর জায়গা ছেড়ে দেব। তা না হলে ঘর-বাড়ী ভেঙ্গে দেব। সার্বিক বিষয় নিয়ে বোয়ালিয়া থানায় অভিযোগ করতে গেলে তারা অভিযোগ নেয়নি। পরে কোর্টে মামলা করি।