ঠাকুরগাঁও জেলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন শুরু করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র ব্যানারে শনিবার (২০নভেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। তবে যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় দলীয় কার্যালয়ের আশপাশের এলাকায় মোতায়েন ছিলো অতিরিক্ত পুলিশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার আয়োজনে গণঅনশনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, আবু তাহের দুলাল, সাংগঠনিক সম্পাদক এসএম মজিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি নুর ইসলাম নুরু, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।