শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

গোবিন্দগঞ্জের ১৬ ও পলাশবাড়ীর ২ ইউপিতে নৌকার প্রার্থী হলেন যারা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ নভেম্বর, ২০২১

আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ১৬টি ইউনিয়ন পরিষদ ও পলাশবাড়ী উপজেলার দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠিতব্য এ নির্বাচনের গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ ও পলাশবাড়ী উপজেলার দুইটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে দলটির মনোনয়ন বোর্ড। বিষয়টি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

 

আজ রবিবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর বিভাগের নৌকা প্রাপ্তদের নাম ঘোষণা করেন। এরমধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক যারা পেলেন তারা হলেন- ১ নং কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন মো. মোশাহেদ হোসেন চৌধুরী, ২ নং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন সফিক মাহমুদ গোলাপ , ৩ নং শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন তাহাজুল ইসলাম ভুট্টো, ৪ নং রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন মো. আব্দুল লতিফ সরকার, ৫ নং সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন শামীম রেজা মন্টু, ৬ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন আ. র. ম. শরিফুল ইসলাম জর্জ, ৭ নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন মাসুদ রানা, ৮ নং নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন মোকছেদুল আমিন রিপন, ১০ নং রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন নূরজাহান বেগম, ১১ নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন শান্তনু কুমার দেব শান্তু, ১২ নং গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে পেয়েছেন মানিক মিয়া, ১৩ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদে পেয়েছেন জাহিদুল ইসলাম বাদল, ১৪ নং কোচাশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে পেয়েছেন আবু সুফিয়ান মন্ডল, ১৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন সেকেন্দার আলী মন্ডল, ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুর রহমান মুন্সী , ১৭ নং শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পেয়েছেন আনিছুর রহমান আনিছ।

 

অন্যদিকে পলাশবাড়ী উপজেলার ২ টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেয়েছেন কিশোরগাড়ী ইউনিয়নে মোঃ মাহাবুবুর রহমান ও বরিশাল ইউনিয়নে মোঃ শামীম মিয়া।

 

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ বলেন, গতকাল শনিবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক আজ রবিবার (২১ নভেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের নৌকা প্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেন।

সাহিম/বা.বি