ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গলে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভালো অবস্থানে স্বাগতিক শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নের অপরাজিত সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৬৭ রানে প্রথম দিন শেষ করেছে তারা।
এই ম্যাচে অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জেরেমি সোলোজানোর। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার দিনই এই ব্যাটারকে নিতে হলো হাসপাতালে। শঙ্কার কিছু নেই, তবে পর্যবেক্ষণের জন্য রবিবার (২১ নভেম্বর) রাতটা হাসপাতালেই কাটাতে হচ্ছে তাকে।
তার মতো দিনটা ভালো কাটেনি ওয়েস্ট ইন্ডিজেরও। টস হেরে দাপট দেখানো লঙ্কান উদ্বোধনী জুটি ভাঙতে ৫০ ওভার পর্যন্ত অপেক্ষা করে সফরকারীরা। দলীয় ১৩৯ রানে পাথুম নিসাঙ্কাকে (৫৬) ফেরানোর পর দ্রুত তুলে নেয় ওশাদা ফার্নান্দো ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট। কিন্তু ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরি হাকিয়ে ম্যাচ নিজেদের ঢালে নিয়ে আসেন করুনারত্নে। ১৩২ রানে অপরাজিত থেকে চতুর্থ উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভার (৫৬*) সঙ্গে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়েন তিনি।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৮ ওভার ২৬৭/৩ (নিসাঙ্কা ৫৬, করুনারত্নে ১৩২*, ওশাদা ৩, ম্যাথিউস ৩, ডি সিলভা ৫৬*; চেজ ২/৪২, গ্যাব্রিয়েল ১/৫৬)
সাহিম/বা.বি