স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সংগঠন ‘৯০ এর যোদ্ধা গাইবান্ধা জেলা কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।
সাবেক এই ছাত্রনেতা বর্তমান ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্বপালন করছেন।
গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সম্প্রতি সাবেক ছাত্রনেতাদের সর্বসম্মতভাবে জিএম সেলিম পারভেজকে আহবায়ক মনোনিত করা হয়। তিনি ছাড়াও কমিটিতে ৩৩ জন সদস্য অন্তর্ভূক্ত আছেন।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোর্শেদ হাবিব সোহেল, বাপ্পীদাস, প্রবীর চৌধুরী, এপিল, তানভির আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, এরশাদ সরকারের পতনের একদফা দাবীতে ১৯৯০ সালে তৎকালীন বিভিন্ন ছাত্র সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচার বিরোধী সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সেই সময়ে ব্যাপক আন্দোলন গড়ে সংগঠনটি এরশাদ সরকারের পতনে বিশেষ ভূমিকা পালন করে। ওই সময়ের ছাত্রনেতাদের এই সংগঠনটির কার্যক্রম এখনও চলমান আছে।
সাহিম/বা.বি