শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ফুলছড়িতে উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের সাথে সংযোগ বিষয়ক কর্মশালা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ নভেম্বর, ২০২১

গাইবান্ধার ফুলছড়িতে স্থানীয় কর্তৃপক্ষ, উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযোগ তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (২২ নভেম্বর) ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিস্টিয়ান এইড ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জ এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এবং ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান দোলনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, ইউপি সদস্য হায়দার আলী, গণ উন্নয়ন কেন্দ্রের জেলা কো-অর্ডিনেটর প্রতিমা রাণী চক্রবর্ত্তী, উপজেলা কৃষিপণ্য উৎপাদক সমিতির উপজেলা সভাপতি নাজমুল হাসান লাজু প্রমুখ।