শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

খর্ণিয়া ইউনিয়নে জবাবদিহিমূলক গণশুনানি অনুষ্ঠিত – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

 

 

গতকাল বুধবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় খর্ণিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইএএলজি প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খুলনা জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন। খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার এর সভাপতিত্বে ও মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় সর্বস্তরের জনগণ জবাবদিহিমূলক প্রশ্ন করে সন্তোষজনক উত্তর পেয়ে জনগনের পক্ষ থেকে সদ্য নির্বাচিত চেয়ারম্যান শেখ দিদারুল হসেন দিদার এর গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এসময় চেয়ারমান উপস্থিত সকল সদস্য সদস্যাদের সাথে নিয়ে স্বচ্ছভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত ইউপি সদস্য সদস্য বৃন্দ, ডুমুরিয়া থানা এস আই আব্দুল করিম,গ্রাম পুলিশের সদস্যগণ,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রকল্পের সুবিধাভোগী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।