তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে রংপুরের ঘাঘট নদীর তীরে। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়। ২০১০ সাল থেকে রংপুরে আঞ্চলিক ইজতেমা হয়ে আসছে। এবার রংপুরে ষষ্ঠ বারের মতো ইজতেমা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, গতকাল বুধবার (২৪ নভেম্বর) সকাল থেকেই রংপুর জেলাসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হতে শুরু করেন। ইজতেমা মাঠসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন। বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া ইজতেমা সফল করতে প্রায় চার হাজার স্বেচ্ছাসেবী কাজ করছেন। এবারও ইজতেমায় যৌতুকবিহীন কয়েকজনের বিবাহ সম্পন্ন হবে।
মেট্রোপলিটন হাজীরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, ইজতেমায় নিরাপত্তার জন্য কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
সাহিম/বা.বি