চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনে কাউনিয়া উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে ই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় বাড়তে শুরু করেছে। সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন ধরে দাঁড়াতে দেখা গেছে।
রোববার (২৮ নভেম্বর) সকালে বালাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আরাজী র্খোদ্দভুতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই ভোটাররা তাদের ভোট দিতে লাইনে দাঁড়িয়েছে। বিশেষ করে পুরুষের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো।
আরাজী র্খোদ্দভুতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় কয়েকজন নারী ভোটারদের সঙ্গে। তারা জানান, ভিড় বাড়ার আগেই ভোট দিতে তারা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। নিজেদের ভোট দেওয়া শেষ হলে অন্যদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে সহযোগিতা করবেন তারা। এছাড়া সকাল সকাল ভোট দিয়ে গিয়ে বাড়ির কাজ করবেন।
এদিকে, কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রায় প্রতিটি কেন্দ্রেই বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা ভোটারদের ভোট প্রদানে নানাভাবে সাহায্য করছেন।