চট্টগ্রামের হাটহাজারীতে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রার্থীর তিন সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় জড়িত দুই ইউপি সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঐ এলাকার মেখল ইউনিয়ন পরিষদ নির্বাচনে।
আজ রোববার (২৮ নভেম্বর) বিকেল পৌনে চারটায় ইউনিয়নের দক্ষিণ মেখল উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রধান গেটে এ ঘটনা ঘটে। ওই দুই সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মেখল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের আপেল প্রতীকের সদস্য প্রার্থী এনামুল তৈয়বের সমর্থক মুহাম্মদ মামুন ( ৪০), মুহাম্মদ আশরাফ (২৪) ও মুহাম্মদ ফোরকান (৩৮)। পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, মেখল ইউপি নির্বাচনের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী এনামুল তৈয়ব ও মোস্তাফা কামালের (ফুটবল প্রতীক) সমর্থকেরা বেলা সাড়ে তিনটায় দক্ষিণ মেখল উচ্চবিদ্যালয় কেন্দ্র দখল করতে যান। এ সময় দুই পক্ষের লোকজনের সংঘর্ষ চলাকালে তিনজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে মামুনের মাথায় ও অন্য দুজনের পায়ে গুলি লেগেছে।
মেখল ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী বিকেলে বলেন, ‘দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।’
দক্ষিণ মেখল উচ্চবিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পরিদর্শক নুর আহমদ বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। শেষ সময়ে এসে কিছু লোক কেন্দ্রে ঢুকতে চাইলে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। তাঁদের একজনের মাথায় ও দুজনের পায়ে গুলি লেগেছে। শটগানের গুলিতে তাঁরা আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মেখল ইউনিয়নের দুই সদস্য প্রার্থীকে থানায় আটক রাখা হয়েছে। ভোটের পরিস্থিতি সামলে তাঁদের বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সাহিম/বা.বি