শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

রাজবাড়ীর বালিয়াকান্দির ৭ ইউপিতে আ’লীগ ৪ বিদ্রোহী ৩ জন বিজয়ী – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ ইউপিতে আওয়ামীলীগ ও ৩টি বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

 

 

উপজেলা রিটাইনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, চেয়ারম্যান পদে ইসলামপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী আহম্মদ আলী (আনারস) ১১৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামীলীগ মনোনীত মোঃ আঃ হান্নান মোল্যা (নৌকা) ৬৯৬৪ভোট, জাতীয় পার্টির মোঃ টুটুল মোল্যা (লাঙ্গল) ৩৬৬ ভোট।

 

 

বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত মোঃ রেজাউল করিম (নৌকা) ১০৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামীলীগ সমর্থিত সতন্ত্র খলিলুর রহমান খান (মোটর সাইকেল) ১০২৪০ ভোট।

 

 

 

নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র বাদশা আলমগীর (আনারস) ৭২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম সতন্ত্র মোঃ হাবিবুর রহমান (চশমা) ১০২৭ ভোট, সালেহ মোঃ ওয়াজেদ আলী (অটোভ্যান) ১২৬১ভোট, আবুল হোসেন (ঘোড়া) ৪৫৬৫ ভোট, বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম (মোটর সাইকেল) ৪৯৮৫ ভোট, আওয়ামীলীগ মনোনীত মতিয়ার রহমান (নৌকা) ৩৬৪৫ভোট।
নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত জহুরুল ইসলাম (নৌকা) ৬৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম সতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ (আনারস) ২৮৮১ ভোট, বিএনপি সমর্থিত মোঃ আব্দুল ওহাব মন্ডল (মোটরসাইকেল) ৪৮১৮ ভোট, স্বতন্ত্র একেএম আতাউর রহমান ( চশমা) ৩৪ ভোট, একেএম কবিরুজ্জামান (ঘোড়া) ১৭৬৯ভোট।

 

 

বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর বিশ্বাস (আনারস) ভোট ৪৯৯৯ পেয়ে বিজয় হয়েছেন। নিকটতম আওয়ামীলীগের মনোনীত মোঃ নায়েব আলী শেখ (নৌকা) ৪৯৮৮ ভোট, সতন্ত্র কামরুজ্জামান (মোটরসাইকেল) ১১৯ ভোট, বিএনপি সমর্থিত খন্দকার মশিউল আযম (ঘোড়া) ৩৭১০ ভোট, বিএনপি সমর্থিত জাফর আলী মিয়া (চশমা) ৩৪৪০ভোট।

 

 

জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত কল্লোল কুমার বসু (নৌকা) ৭৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম সতন্ত্র নৃপেন্দ্রনাথ বিশ্বাস (আনারস) ৪৯৫৯ভোট, বিএনপি সমর্থিত ইউসুফ বিশ্বাস (মোটরসাইকেল) ১৭৪ ভোট।

 

 

জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত একেএম ফরিদ হোসেন (নৌকা) ১১০৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম সতন্ত্র ইউনুছ আলী সরদার (মোটরসাইকেল) ৭৩৭১ভোট, বিএনপি সমর্থিত আয়নাল হক দেওয়ান (আনারস) ৭৭৭ভোট, আবুল কালাম মন্ডল (চশমা) ৩৬ ভোট।