৩ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নে ভোট গ্রহন শেষে প্রাপ্ত ফলাফলে জানাযায় এই নির্বাচনে ৬ ইউনিয়নের ২ টিতে নৌকা,২ টিতে লাঙ্গল ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
উপজেলার এ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলো ২ নং হোসেনপুর ইউনিয়নে জাতীয়পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তৌফিকুল আমিন মন্ডল টিটু ৩ হাজার ৯ শত ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আওয়ামীলীগের একেএম আহমেদুল কবির রাঙ্গা নৌকা পেয়েছেন ৩ হাজার ৭ শত ২৩ ভোট।
৫ নং মহদীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. তৌহিদুল ইসলাম মন্ডল নৌকা ৬ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী ইমরুল কবীর চৌধুরী চপল (আনারস) মার্কায় পেয়েছেন ৪ হাজার ৩ শত ৬৩ ভোট।
৬ নং বেতকাপা ইউনিয়নে জাতীয় পার্টির মোস্তফিজুর রহমান মোস্তা (লাঙ্গল) প্রতিকে ৫ হাজার ৩ শত ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান সৈকত (মোটরসাইকেল) প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৯৭ ভোট।
৭ নং পবনাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাহাবুবুর রহমান মন্ডল মোটরসাইকেল প্রতিকে ৩ হাজার ৪ শত ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে শাহিন খন্দকার পেয়েছেন ২ হাজার ৭ শত ১১ ভোট।
৮ নং মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল ওহাব প্রধান রিপন (নৌকা) প্রতিকে ৬ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে জাতীয় পার্টি মো. আব্দুল মাজেদ মিয়া (লাঙ্গল) প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৯ শত ৪৬ ভোট।
৯ নং হরিনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মো. কবীর হোসাইন জাহাঙ্গীর ৩ হাজার ৬ শত ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন মেজবাউর রহমান চশমা প্রতিকে পেয়েছেন ২ হাজার ৯ শত ৪৩ ভোট।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রোববার পলাশবাডী উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাহিম/বা.বি