সাতক্ষীরায় আপন বড় ভাই কর্তৃক পিতার সম্পত্তির অংশ বৃদ্ধা মাতা, ছোট ভাই এবং বোনদের না দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং খুন জখমসহ বিভিন্ন হুমকির অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়ার মৃত. কাজী আব্দুল কাদের এর ছেলে কাজী আবু তাহের লালন। তিনি বলেন আমরা দুই ভাই এবং তিন বোন। আমি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করি।
পিতার মৃত্যুর পর আমাদের বড় ভাই কাজী আবুল খায়ের পিতার সম্পত্তির ভাগ কারো না দিয়ে নিজে ভোগদখলের চক্রান্ত শুরু করে। বিশেষ করে আমার বোন মেডিকেলে কর্মরত মাজেদা পারভীন খুলনা থেকে বদলী হয়ে সাতক্ষীরায় এসে পিতার ভিটাতে বাড়ি নির্মাণের কথা বলার পর থেকেই জ্বলে উঠেন বড় ভাই আবুল খায়ের। আমাকে পিতার বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে হুমকিদাতা আবুল খায়ের তার শ্বশুর বাড়ির ইটাগাছা গ্রামের জনৈক রবিউল এর দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো বিডিআর কখনো উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানানভাবে হয়রানি করে যাচ্ছেন। এমনকি ক্রাস ফায়ারে আমাকে হত্যার হুমকিও প্রদর্শন করে যাচ্ছে।