মতিঝিল উচ্চ বিদ্যালয় মাঠে ২৯ নভেম্বর ২০২১ বিকেলে দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীক প্রার্থী মোহাঈম্মীন হোসেন চঞ্চল এর বিজয় নিশ্চিত করতে ও নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী নিখিল কুমার সাহার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন এর সঞ্চালনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন , সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তারুণ্যের অহংকার তানভীর ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক, গোলাম মওলানা পান্নু, সাবেক দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ঠান্টু, যুবলীগের সভাপতি মাসুদুর রহমান কবির টুলু, সাবেক যুবলীগ নেতা পি,এম,রাসেল, দেবোত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম খলীল, সাধারণ সম্পাদক সুমন হোসাইনসহ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন বলেন, শেখ হাসিনার সাথে মোনাফেকি করা চলবেনা। আগামী ২৬ ডিসেভেম্বর ইউনিয়ন পরিষদ-নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন যারা দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।