শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সাতক্ষীরায় হারানো ৫৫ টি মোবাইল মালিকদের নিকট হস্তান্তর – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

সাতক্ষীরায় পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ৫৫টি হারানো মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের নিকট হস্থান্তর করা হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্সে প্রকৃত মালিকদের নিকট উক্ত মোবাইল গুলো হস্থান্তর করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।

 

 

 

এসময় আরো সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান ইকবাল হোসেন, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান প্রমূূখ।

 

পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান এ সময় বলেন, পুলিশের অক্লান্ত পরিশ্রমে দেশের বিভিন্ন জেলা থেকে অত্যান্ত দক্ষতার সাথে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৮ মাসে সাতক্ষীরর ৮টি থানায় মোবাইল হারানো ও চুরি হওয়া সংক্রান্ত জিডি হয়েছে মোট ৭৪১ টি। এর মধ্যে পুলিশ উদ্ধার করে তা প্রকৃত মালিকদের নিকট হস্থান্তর করতে পেরেছেন ২৪২ টি। তিনি আরো জানান, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলাতে এই উদ্ধার কাজ চলমান রয়েছে।