রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাশলিতলা নামক স্হানে বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও তার সাত বছরের শিশু আব্দুল্লাহ আল আলিফ নিহত হয়েছে।মোটরসাইকেল আরোহী নিহত সাজু মিয়া দীপ শিখা এন জি ও তে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আনুমানিক সকাল নয়টার সময় ছেলে আব্দুল্লাহ আল আলিফকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত সাজু মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দন পুর গ্রামের বাসিন্দা।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এর মোবাইল ফোনে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান নিহত বাবা, ছেলের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নিহতদের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে,যা এজাহার হিসেবে গণ্য করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। তথ্য সংগ্রহ পর্যন্ত কোন আসামী গ্রেফতার করা সম্ভব হয়নি।