রাজশাহী গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামে মরহুম সেলিমের সম্পত্তির ভাগ বাটোয়ারার জন্য সালিশ বৈঠক হয়। ২৬ জুন, শনিবার ১৩ জন এ্যাডভোকেটের উপস্থিতিতে এ সালিশ হয়।
মরহুম সেলিম রেজার বয়স ৪০ , অসুস্থতার কারণে মারা যায়। মারা যাওয়ার পর, দ্বিতীয় স্ত্রী মোছাঃ জোসনা বেগম (২৮) তালাক নেয়ার ২ মাস পর এবং স্বামীর মৃত্যুর একমাস পর সম্পত্তির ভাগ দাবি করেন বলে স্থানীয়রা জানান।
মরহুম সেলিমের প্রথম স্ত্রী মোছাঃ নাজমা বেগম ডলি (৩৫) জানান, আমার স্বামীর মৃত্যুর এক মাস পর আমার সতীন জোসনা ও শ্বশুরবাড়ির লোকজন আমার ওপরে অন্যায় অবিচার ও অত্যাচার করছেন। তাই সালিশ বৈঠক করা হয়েছে। এখনো মীমাংসা হয়নি। এজন্য ১০ জুলাই সালিশের তারিখ দিয়েছেন।
রাজশাহী বার এসোসিয়েশনের এ্যাডভোকেট আবুল কাশেম (৩) জানান, আমি মরহুম সেলিম রেজার ১ম স্ত্রী নাজমা বেগম ডলির কথা শুনে কষ্ট পেয়েছি। তাই সালিশে গিয়েছিলাম। সেখানে মরহুম সেলিম রেজার বাবারা ২ জন, ২য় স্ত্রী ১০ জন এ্যাডভোকেট উপস্থিত ছিলেন। ২য় স্ত্রী তালাক হয়েছে।তাই তিনি সম্পত্তি পাবেন না।
উক্ত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার ভারপ্রাপ্ত মেয়র অবাইদুল্লাহ, পৌরসভার কমিশনার ও স্থানীয় পৌর আওয়ামীলীগের আলম ।
উভয়পক্ষের আইনজীবী রাজশাহী বার এসোসিয়েশনের এ্যাডভোকেট আবুল কাশেম ৩, মোঃ জিয়াউর রহমান জিয়া, সামসুল আলম, আশরাফ, এম আব্দুস সামাদ, উজ্জ্বল প্রমুখ।