রাজধানীর তুরাগের দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশের ১টি ঝোপ থেকে মুখ ঝলসানো অবস্থায় আনুমানিক ২০বছর বয়সী এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর ) দিবাগত রাতে ঐ যুবতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ডিউটি অফিসার এস আই মোঃ জাকির হোসেন বলেন, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে তুরাগের দিয়াবাড়ির একটি ঝোপের ভিতর থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মুখমণ্ডল কিছুটা ঝলসানো ও মাটির সঙ্গে লাগানো ছিল। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা।