আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সোহেল রানা শালু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুস সোবহানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম জাভেদ, দপ্তর সম্পাদক সুমন মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিক হাউলিদার, কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন মিয়া, সমাজসেবক আশরাফুল ইসলাম বাবু, তাজুল ইসলাম, কিনু মিয়া প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সোহেল রানা শালু উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন থেকে কঞ্চিপাড়া ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে সামর্থ অনুযায়ী সহায়তা করেছি। সাধারণ জনগণের সেবক হয়ে তাদের পাশে থেকে সেবা করেছি। মানুষের দুঃখ-দূর্দশা লাঘবে জনগণের পাশে দাড়িয়েছি।
তিনি আরো বলেন, এলাকার লোকজনের অনুরোধে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে কঞ্চিপাড়া ইউনিয়নকে মাদক, জুয়া ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আশা করছি এলাকার ভোটারদের পূর্ণ সমর্থন নিয়ে আমি জয়ী হবো ইনশাল্লাহ।
সাহিম/বা.বি