পায়ুপথে অভিনব কায়দায় ৯৬ গ্রাম হেরোইন পরিবহনকালে নাটোরের বাগাতিপাড়া থেকে ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) এর একটি দল।
গতকাল শনিবার রাতে বাগাতিপাড়া উপজেলার সামনে থেকে তাকে আটক করা হয়। আজ রবিবার (৫ ডিসেম্বর)সকাল সাড়ে ১১টার দিকে নাটোর র্যা ব ক্যাম্পের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ইব্রাহিম রাজশাহীর গোদাগাড়ি থানার কাজিহাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
সংবাদ সম্মেলনে নাটোর র্যা ব-৫-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. রফিকুল ইসলাম জানান, ইব্রাহিম ৯৬ গ্রাম হেরোইন অভিনব কায়দায় পলিথিন ও কালো রংয়ের কসটেপ দিয়ে পেঁচিয়ে বিশেষ কৌঁশলে পায়ুপথে প্রবেশ করিয়ে বিক্রয়ের জন্য পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
সাহিম/বা.বি