বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ সোমবার (৬ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ স্থানীয় সাকির্ট হাউজে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।
বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ময়মনসিংহ জেলার আহবায়ক শফিয়েল আলম সুমন এবং সদস্য সচিব ইয়াসির আরাফাত এর নেতৃত্ব প্রায় ২০ জন বীর মুক্তিযোদ্ধার সন্তান বৃষ্টি উপেক্ষা করে বঙ্গবন্দুর প্রতিকৃতির সামনেউপস্থিত হয়ে পুস্পস্তবক অপর্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা হারুন উর রশিদ তরফদার ,যুগ্ন আহবায়ক বরুন, বিপ্লব প্রমুখ।