রাজশাহী নগরীর রানিনগরের হানিফ শেখের ছেলে মুক্তার আইপিএল খেলার বাজিতে ৩০০ টাকা হারায় ফেরত পেল না ১০ হাজার টাকা। বাদুড়তলার মৃত নাজির ছেলে কালাম কাজ করে দেয়ার নামে ১০ হাজার টাকা নেয়। তারপর শুরু হয় তালবাহানা। কাজও করে না, টাকাও ফেরত দেয় না। এমন অভিযোগে থানায় অভিযোগ করে মুক্তার।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর মতিহার থানাধিন বাঁদুড় তলা এলাকায় কালামের বাড়িতে পাওনা টাকা চাইতে যায় মুক্তার। ওই সময় কালাম তাকে বলে আইপিএলে বাজি ধরে তোর পাওনা ১০ হাজার টাকা আমার কাছে হেরে গেছিস। এমন উত্তরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে কালাম ভুক্তভোগীকে বাঁশ দিয়ে এলোপাথাড়ী পেটায়। পরে সে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ভুক্তভোগি মুক্তার জানায়, শখের বসে মাঝে মাঝে আমি আইপিএল নিয়ে বাজি খেলতাম। কালামের সাথে খেলেছি। সে আমার কাছে ২০০-৩০০ টাকা পায়। কিন্তু তাকে আমার বাসার কাজ করার জন্য ১০ হাজার টাকা দিয়েছি । আমার বাসার কাজ করেও না আবার টাকা ফেরতও দেয় না । সে বলে আইপিএল খেলায় আমার কাছে বাজি ধরে ১০ হাজার টাকা হেরে গেছিস।
অভিযুক্ত কালামকে এ সম্পর্কে জানার জন্য ফোন দেয়া হলে, ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।
মতিহার থানার এএসআই এনামুল বলেন, অভিযোগটি আমি হাতে পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।