শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

বাংলাদেশকে একাই ধসিয়ে দিলেন সাজিদ খান – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খান, নিয়েছেন ৮ উইকেট। এতে তিনি স্থান পেয়েছেন পাকিস্তানের হয়ে সম্মানজনক একটি রেকর্ডবুকে।

 

 

 

৮ উইকেট নিয়ে সাজিদ খান জায়গা করে নিয়েছেন পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বোলারদের পাশে।

 

 

 

এক ইনিংসে পাকিস্তানি বোলারদের বেস্ট বোলিং ফিগারের তালিকায় সাজিদের অবস্থান এখন চার নম্বরে।

 

 

 

এ তালিকায় শীর্ষে রয়েছেন আব্দুল কাদির। ৫৬ রান দিয়ে তিনি নিয়েছিলেন ৯ উইকেট।  এর পর রয়েছেন সরফরাজ নেওয়াজ। তারও শিকার ৯ উইকেট। তবে তিনি রান দিয়েছিলেন ৮৬।

 

 

 

এর পর রয়েছেন ইয়াসির শাহ। তার শিকার ৮ উইকেট।  এ উইকেট শিকার তাকে খরচ করতে হয়েছিল ৪১ রান।

 

 

 

৪২ রান খরচে ৮ উইকেট শিকার করা সাজিদ খান রয়েছেন চার নম্বরে।

 

 

 

ঢাকা টেস্টের প্রথম তিন দিনই ছিল বৃষ্টি।  প্রথম দিন খেলা বন্ধ হওয়ার পর বল মাঠে গড়ায় চতুর্থ দিন। মঙ্গলবার চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৩০০/৪ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

 

 

 

জবাবে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। সাজিদের ঘূর্ণিতে ৮৭ রানের বেশি করা হয়নি মুমিনুল হকের দলের।

 

 

 

ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ দল।

সাহিম/বা.বি