ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পীরগঞ্জ পাকা সড়কে ৮ ডিসেম্বর বুধবার সকাল ৭ টার দিকে একটি কোচ (নাম জানা যায়নি) ও একটি সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ মহিলা নিহত ও ১ ব্যক্তি আহত হয়েছেন।
জানা গেছে , যাত্রীবাহী ঐ কোচটি ঢাকা থেকে রাণীশংকৈল আসছিল এবং সিএনজিটি পীরগঞ্জ যাচ্ছিল । পথিমধ্যে উপজেলার আব্দুর রহিম ফিলিং স্টেশনের কাছে তাদের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী হরিপুর উপজেলার বকুয়া-বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী সাফেদা বেগম (৪৫) নিহত হন । অপরদিকে রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র (৪৫) গুরুতর আহত হন । তাকে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে।থানার এস আই খাজিম উদ্দিন এ তথ্য নিচ্ছিত করেছেন।