আটঘরিয়ায় পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পরেছেন খামারী রাসেল। শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামের মোগবুল মোল্লার ছেলে রাসেল মোল্লা( ৩২) নামের এই যুবক অনেক মুরগী পালন করতো। বর্তমানে তার খামারে ১৫শত মুরগি রয়েছে। রাসেল ভাবছেন আরও ৭০০ মুরগির বাচ্চা উঠাবেন। কিন্তু খাদ্য এবং ঔষুধের দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পরেছে খামারী রাসেল। হাঁস, মুরগি ও ডিম উৎপাদনে আটঘরিয়ার খামারীরা ইতোপূর্বে সাফল্যের নিদর্শন রেখেছেন।
আটঘরিয়া বাসীর প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত মুরগি ও ডিম সরবরাহ করেছেন কুষ্টিয়া,মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলায়। কিন্তু সাম্প্রতিক সময়ে খাদ্যের দাম দফায় দফায় অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিপাকে পরেছেন রাসেল সহ মুরগির খামারিরা । খোঁজ নিয়ে জানা গেছে আটঘরিয়ার বিভিন্ন গ্রামে অনেক হাঁস, মুরগির খামার গড়ে উঠেছে। আটঘরিয়ায় উৎপাদিত ডিম দেশের সার্বিক ডিমের চাহিদার অনেকটাই পূরণ করতো। কিন্তু খাদ্যের দাম বাড়ায় অনেকে ব্যবসা বন্ধ করে দেওয়ায় হাঁস, মুরগি ও ডিম উৎপাদন ক্রমশই হ্রাস পাচ্ছে। আফতাব, নারিশ, সগুনা, প্যরাডাইস, প্যারাগন, আগাতা, এসিআই, সিপি, ফ্রেশ, কোয়ালিটি, ইনডেক্স, নিউহোপসহ প্রায় সকল কোম্পানীই মুরগির খাদ্যের দাম বাড়িয়েছে। মুরগির খাদ্যের দাম বাড়ায় এ ব্যবসায় ভাটা পরেছে। খামারীরা জৈব নিরাপত্তার উপর গুরত্ব দিলে রোগ বালাই কম হবে। এতে কিছুটা হলেও ক্ষতি পোষাতে পারবে তারা।