শনিবার ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় নগর ভবন প্রাঙ্গণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে সারা দেশের ন্যায় শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ এর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় মসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ এস কে দেবনাথ,স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ মসিকের আরো অনেকই উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ জানান ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৩টি ওয়ার্ডে ৩’শ ০১টি নির্ধারিত কেন্দ্রে ৬ থেকে ১১মাস বয়সী ৯ হাজার ৩’শ শিশু’র প্রতিজনকে ১ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ -থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮’শ ৫০ জন শিশু’র প্রতিজনকে ২ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় সর্বমোট ৬৬ হাজার ১’শ ৫০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশে ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।