সেনাবাহিনীর গুলিতে সম্প্রতি ভারতের নাগাল্যান্ডের মন জেলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হন। এ নিয়ে দেশটির সংসদে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্যকে মিথ্যা আখ্যা দিয়ে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেছে মন জেলার বাসিন্দারা।
শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, অমিত শাহ বলেছিলেন, সেনারা যখন গ্রামবাসীদেরবাহী ট্রাকটিকে থামতে বলে তখন সেটা স্পিড বাড়িয়ে পালানোর চেষ্টা করে।
তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে বিরাট মিছিল হয়েছে মন জেলায়। বিক্ষোভকারীরা তাদের ক্ষোভের পরিমাণ বোঝাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ায়। তারা মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিও জানিয়েছেন।