শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে দলিত ও আদিবাসী বিষয়ক সমন্বয় সভা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে দলিত ও আদিবাসীদের নানা সমস্যা ও অধিকার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

১১ ডিসেম্বর শনিবার রাতে জেলার ইএসডিও প্রেমদীপ প্রকল্প অফিসে এ সভাটি অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী সুজন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। এ সময় জানানো হয়, রংপুর ও রাজশাহী বিভাগের দলিত ও আদিবাসীদের অধিকার জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানে কাজ করে যাচ্ছে এ প্রকল্প। ইতোমধ্যে প্রকল্প এলাকার আদিবাসী ও দলিতদের অনেকেই স্থানীয় ও জাতীয়ভাবে নিজেদের প্রতিষ্ঠিত করে সাফল্যের সাক্ষর রেখে চলেছে। এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।