শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

স্ত্রী হত্যার অপরাধে সাতক্ষীরায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

স্ত্রী শিপ্রা ঘোষকে হত্যার অপরাধে স্বামী কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।

 

 

রোববার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম ওই রায় দেন।

 

 

রায় ঘোষণার সময় আসামী কার্তিক ঘোষ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

 

 

 

এছাড়া মামলার অপর ৫ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

 

 

 

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ মে সাতক্ষীরা জের পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের তেজেন্দ্রনাথ ঘোষের ছেলে কার্তিক ঘোষসহ তার মা ও বোনেদের বিরুদ্ধে যৌতুকের কারনে শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। ওই ঘটনার পরদিন শিপ্রা ঘোষের মা খুলনার নমিতা ঘোষ পরের দিন পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

পাটকেলঘাটা থানার তৎকালিন এসআই নাসিরউদ্দীন কার্তিক ঘোষ, মা যুথিকা ঘোষ, বোন চায়না ঘোষ, সুন্দরী ঘোষ, ভগ্নিপতি জয়দেব ঘোষ ও চাচাতো ভাই সুভাষ ঘোষকে আসামী করে ২০১০ সালের ১৩ অক্টোবর আদালতে চার্জশীট দেন। ২০১১ সালের ২৫ জানুয়ারী ওই মামলার চার্জ গঠন করা হয়। আদালতে এ ঘটনায় ১৮ জন স্বাক্ষী সাক্ষ্য দেন।

 

 

 

মামলার বাদি নমিতা ঘোষ জানান, আমার মেয়ে হত্যায় কার্তিকসহ ৬ জন জড়িত। অথচ ফাঁসির আদেশ হলো একজনের। একারণে রায়ে আমি খুশি না।

 

 

 

রাষ্ট্রপক্ষের কৌশলী এড. জহুরুল হায়দার বাবু বলেন, রাষ্ট্রপক্ষ মামলার আসামীর অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।