“মুজিববাদ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের ৩য় তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঘোড়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চ।
রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতা কর্মীরা। পরে সন্ধ্যায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঘোড়াঘাট উপজেলা শাখার সাধারণ-সম্পাদক রুবেল সওদাগরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে ঘোড়াঘাট কালিতলা গোল চত্বরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয় ।
এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চ ঘোড়াঘাট উপজেলা শাখার সাংগঠনিক-সম্পাদক পলাশ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, আনোয়ার হোসেন, আব্দুল হান্নান, সাজাহান, আনছার আলী, রুস্তম আলী, আবু সাঈদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহীদ মেজর বদর উদ্দিনের সন্তান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম রবি, বীর মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর ছেলে আজিজুর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা সাফি, মুক্তিযুদ্ধ মঞ্চ পৌর শাখার সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক নিপু মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি জনীব হাসান সহ আরো অনেকে।