আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় সারা তাহিরপুর উপজেলায় দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় সুর্যোদয়ের সাথে সাথে শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ এরপর জাতীয় পতাকা উত্তলন করা হয়।
তাহিরপুর সদরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে তাহিরপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন মহলের সরকারি কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে র্যালী শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে উপজেলার সীমান্তে বাগলী, চারাগাও, বড়ছড়া কয়লা ও পাথর আমদানি ও রপ্তানি কারক সমিতি, ট্যাকেরঘাট স্কুল অ্যান্ড কলেজ, জনতা উচ্চ বিদ্যালয়, বাগলী উচ্চ বিদ্যালয়, চানপুর, বাদাঘাট, সকল প্রাইমারি স্কুল ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কয়লা ও পাথর ব্যবসায়ী, নানা শ্রেণি পেশার মানুষ জন নাচ, গান, নাটকসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।