খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সুর্যোদয়ের সাথে সাথে উপজেলার স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয় ,নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা রেলি ও শোভাযাত্রার মাধ্যমে সকাল আটটায় মহান বিজয় দিবসে ফুল দিয়ে স্বাধীনতা চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযোদ্ধা ভবনের সামনে আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় আহবায়ক খান মহিদুল ইসলামের সভাপতিত্বে মেম্বার মোঃ মোক্তার হোসেনের সঞ্চালনায় উপস্থিত বক্তারা মহান বিজয় দিবসে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন ,নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন, নিরাপদ সড়কের পাশাপাশি সরকারের পাশে থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকেন, বিজয় দিবসের এই দিনে নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে একটাই দাবি সকল শ্রমিক ভাইদের সন্তানদের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেক বেতনে লেখাপড়ার সুযোগ দিতে হবে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নিসচা উপদেষ্টা রঞ্জন কুমার তরফদার( ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোঃ নুরুল ইসলাম খান, খান আনিসুজ্জামান, যুগ্ন আহবায়ক গাজী আব্দুল আজিজ ,সদস্য সচিব সাংবাদিক মাসুম গাজী, কার্যকারী সদস্য নাজমুল হোসেন বকুল( মেম্বার ),সাব্বির হোসেন বাপ্পি ,নাসিম গাজী, গাজী সোহেল ,আব্দুর রহমান, জি এম সোহেল ,জুয়েল বিশ্বাস, মিলন মোড়ল, নজরুল গোলদার।