১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিজয়ের স্মৃতিচারণায় বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়।
১৬ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে অপরাজেয় ৭১ স্মৃতিসৌধ ঠাকুরগাঁও এ সম্মাননা প্রদান করা হয়।
উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠান স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশীদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক সাংবাদিক এম. জিয়াউর রহমান আল-মুজাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক অগ্রযাত্রা এর স্টাফ রিপোর্টার জনাব মোঃ সুমন হাসান বাপ্পি ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ রাসেল রানা মেহেদী প্রমূখ।
অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা শমসের আলী কে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শমসের আলী বলেন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে আমাকে সম্মাননা প্রদান করায় আমি স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।