রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ০৪ নং রিশিকুল ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ ফারুক হোসেন তার ব্যাক্তিগত তহবিল হতে স্বাধীনতার ৫০বছর পুর্তি ও মুজিব শত বার্ষিকী উপলক্ষে তিনি নির্বাচনী ওয়ার্ডের গরীব, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন।
তিনি এইবার প্রথম নির্বাচিত মেম্বার হলেও তার পিতা মৃত বেলাল উদ্দিন অত্র ওয়ার্ডের জনগণের ভোটে পর পর কয়েকবার নির্বাচিত মেম্বার ছিলেন জনগণের ভালবাসায় সিক্ত হয়েছিলেন আর সেই ধারা অব্যাহত রাখতে মোঃ ফারুক হোসেন এখনও শপথ বাক্য পাঠ না করলে ও তিনি তার ব্যাক্তিগত উদ্যোগে শীতবস্ত্র হিসেবে এই কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানান।
মোঃ ফারুক হোসেন আরো জানান আগামী ২৩/১২/২০২১ ইং তারিখে শপথ গ্রহণ করে আল্লাহ যদি তাকে সুস্থ রাখেন তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভকালীন ভাতা সহ অন্যান্য বিষয় গুলো যেন তার ওয়ার্ডের মানুষ সঠিক ভাবে বরাদ্দ পান সে বিষয়ে তিনি সু দৃষ্টি রাখবেন পাশাপাশি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে ও ঐ ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গঠনের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।