মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ছাত্রসংগঠন গুলোর রাকসু নির্বাচনের দাবি – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

তিন দশকের অচলায়তনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠানের দাবিতে একমত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো।

 

 

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদালয়ের পরিবহন চত্ত্বরে রাকসু আন্দোলন মঞ্চ আহ্বায়িত এক চা-চক্রে এ দাবি জানায় ছাত্রসংগঠনগুলো। এসময় নির্বাচিত ছাত্র প্রতিনিধি ব্যতিরকে রাকসুর আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া উৎসবেরও সমালোচনা করেন ছাত্রনেতারা।

 

 

 

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় চা-চক্রে উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি রাগিব হাসান মুন্না ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা।

 

 

 

আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন, ছাত্র ফেডারেশন রাবি শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখার সভাপতি শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার আহ্বায়ক রনজু হাসান এবং নাগরিক ছাত্র ঐক্য ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধিবৃন্দ।

 

 

 

বক্তব্যে ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত রাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়ার দাবি জানান। ছাত্রনেতারা বলেন, দেশে গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখতে হলে বিশ্ববিদালয় গুলোতে গণতান্ত্রিক চর্চার পরিবেশ রাখা উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই।

 

 

 

রাকসুর সাবেক ভিপি রাগিব হাসান মুন্না বলেন, রাকসু নির্বাচনের দাবিতে পারস্পরিক বিভেদ ভুলে ছাত্র সংগঠনগুলোর এক হতে হবে। রাকসু সচলের দাবিতে ছাত্র শিক্ষকদের সমন্বিত দাবি তোলার আহ্বান জানান তিনি।

 

 

 

উল্লেখ্য, ত্রিশ বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে রাকসু নির্বাচন। সর্বশেষ ১৯৮৯-৯০ মেয়াদে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘রাকসু সংলাপ’ শিরোনামে আলোচনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বেশ কয়েকটি সংগঠন আলোচনায় অংশ নেয়। সংলাপ শেষে রাকসু নির্বাচন আর আলোর মুখ দেখেনি।