কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জেরে দানেজ আলী (৫৫) নামে এক মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মাছচাষি মারা যান।
অপরদিকে এরআগে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের মাঠে দানেজ আলীকে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনায় নিহত দানেজ আলীর ছেলে উজ্জ্বল বাদী হয়ে ভেড়ামারা থানায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত দানেজ আলী ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের মৃত হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে এবং একই এলাকার একজন মাছচাষি ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দানেজ আলী বিলশুকা গ্রামের মাঠে নিজের গম ক্ষেতে গেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের মৃত শামসুদ্দিন পরামানিকের ছেলে জিয়াউল ইসলাম জিয়া (৪২), রবিউল (৪৬), আছান (৫২), আছানের ছেলে সাগর (২৪), মুক্তারের ছেলে শিমুল (২৮), নুরুদ্দিন লড়ুর ছেলে লিপন (৩৬), আফতার প্রামানিকের ছেলে শাহীন, শ্যামল ও সুজন সহ আরও কয়েকজন রামদা, হাসুয়া, লাঠিসোঁটা ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করে পালিয়ে যায়।
এতে গুরুতর আহত হয় দানেজ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত দানেজ আলীর ছেলে স্বপন ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নিহতের পরিবার-পরিজন হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই পার্থ বলেন,হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে উজ্জ্বল মামলা দায়ের করেছেন। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা ওই এলাকায় আছি। এখন পরিস্থিতি স্বাভাবিক।