ভেড়ামারায় শনিবার (১৮ডিসেম্বর) বিকেলে ট্রেনে কাটা পড়ে আব্দুস সোবহান (৭০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভেড়ামারা পৌরসভাস্থ ফারাকপুর উত্তর রেলগেট সংলগ্ন আব্দুর রাজ্জাক-এর মুদির দোকানের পিছনে রেললাইনের উপর এ দুর্ঘটনা ঘটে।
আব্দুস সোবহান উপজেলার বাগগাড়িপাড়া গ্ৰামের মৃত তাইজুদ্দিন প্রামানিকের পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লাগিয়া মাথার মগজ বের হয়ে যায় এবং ভিকটিম আব্দুস সোবহান ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়ভাবে জানা যায়, ভিকটিম তাঁর বোন মোছাঃ গরিমন(৬০), স্বামী-মৃত রজব আলী মৃধা, সাং-ফারাকপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়ার বাসায় বোনকে দেখতে এসেছিল। ভিকটিম দীর্ঘ দিন যাবৎ অসুস্থ এবং মাথায় সমস্যা আছে বলিয়া জানা যায়।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।