সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মোহনপুর নৌ-ফাঁড়ির চৌকুসতায় ১২৫ কেজি জাটকা সহ আটক ৪ – গ্রামীন নিউজ২৪ ময়মনসিংহ যুবকের গলাকেটে অটোবাইক ছিনতাই – গ্রামীন নিউজ২৪ ভারতের ইন্দোরের একটি মন্দিরের মেঝে ধসে নিহত ১২ – গ্রামীন নিউজ২৪ ইমরান খান তোশাখানা মামলা থেকে মুক্তি পেয়েছেন – গ্রামীন নিউজ২৪ ৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি – গ্রামীন নিউজ২৪ সাপাহারে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন – গ্রামীন নিউজ২৪ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন রমেশ চন্দ্র সেন এমপি – গ্রামীন নিউজ২৪ ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে সংবাদ সম্মেলন – গ্রামীন নিউজ২৪ সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে দু-তিনটি মামলা হয়েছে শুনেছি: স্বরাষ্ট্রমন্ত্রী – গ্রামীন নিউজ২৪ কয়রায় হরিণের রান্না করা মাংস মাথা সহ আটক-২ – গ্রামীন নিউজ২৪
বিজ্ঞপ্তি :
গ্রামীন নিউজ২৪টিভি পরিবারের জন্য দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্যতা এইচ এসসি পাশ, অভিজ্ঞতাঃ ১ বৎসর, আগ্রহীরা যোগাযোগ করুন 01729188818, সিভি ইমেইল করুনঃ grameennews24tv@gmail.com

ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের আটক এক – গ্রামীন নিউজ২৪

স্টাফ রিপোর্টারঃ / ১৬০৬ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৭:১৫ অপরাহ্ণ
  • Print
  • ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) ও তার সহযোগী বাদল সরকারকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (১৯ ডিসেম্বর) নিহত এরশাদুল হকের ছোট ভাই আকতারুজ্জামান বাদী হয়ে ১৫ জনসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

     

     

    নিহত এরশাদুল হক নাটঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে ও নাটঘর ইউনিয়ন যুবলীগ এর সাধারণ সম্পাদক ছিলেন। পিতার অসুস্থতার কারণে তিনি আসন্ন ইউপি নির্বাচনে পিতার বদলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

     

     

    নিহত এরশাদুলের ছোট ভাই আকতারুজ্জামানের মামলায় প্রধান আসামি করা হয়েছে নজরুল ইসলামকে। এছাড়াও এজাহারভুক্ত আসামিদের মধ্যে দুইজন চেয়ারম্যান প্রার্থীও রয়েছেন। এরা হলেন সজীব চৌধুরী (শামীম আব্দুল্লাহ) ও রফিকুল ইসলাম রতন। তারা দুইজনই আসন্ন নাটঘর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন। নিহত এরশাদুলও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

     

     

    স্থানীয় সূত্র জানায়, সুপরিকল্পিত এই কিলিং মিশনে অন্তত ১৬/২০ জন অংশ নেয়। ৬/৭টি মোটরসাইকেলে ভাড়াকরা কিলাররা এ হত্যাকাণ্ড ঘটিয়ে উল্লাস করতে করতে চলে যায়। এলাকাবাসীর ধারণা, দুটি কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। একটি হলো, ২০১৯ সালের জুলাই মাসে গোষ্ঠীগত দন্দ্বে হত্যা করা হয় এরশাদুলের চাচাতো ভাই সাইফউল্লাহকে। এ ঘটনায় এরশাদুল বাদী হয়ে ২০১৯ সালের ২ এপ্রিল ২০ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেন। পলাতক আসামিদের কয়েকজন সম্প্রতি বাড়ি এলে তাদেরকে আটক করে পুলিশ। পূর্বের এই বিরোধের জেরে এরশাদুল ও তার সহযোগী বাদল খুনের শিকার হয়েছেন বলে ধারণা করছে নিহতের পরিবার। অপর কারণ হিসেবে স্থানীয়রা মনে করছেন, আসন্ন ইউপি নির্বাচনে তার ব্যাপক জনপ্রিয়তার কারণেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল খুন হয়ে থাকতে পারেন। তাদের মতে, এরশাদুল অনেক জনপ্রিয় ও মিশুক হওয়ায় তার প্রতি জনগণের ব্যাপক সমর্থন ছিল। এতে ইশ্বার্ণিত হয়ে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

     

     

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, এখন পর্যন্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে। মাঠে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
    সাহিম/বা.বি

    • আমাদের ইউটিউব পেজ ভিজিট করতে লগইন করুনঃ Grameen news24 Tv

    এ জাতীয় আরো সংবাদ
    এক ক্লিকে বিভাগের খবর