কয়রা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও ইউএসএআইডির সহযোগিতায় উপজেলা পুষ্ঠি বিষয়ে সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও ইউএসএআইডির বিএনএনসি টেকনিক্যাল কো-অর্ডিনেটর জিয়াউল আহসানের পরিচলনায় দ্বি মসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কোমলেশ চন্দ্র সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাইন বিল্যাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ পলাশ টিকাদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্যাহ আল-মামুন,সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান শিক্ষক খায়রুল আলম, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, স্বাস্থ্য পরিদর্শক রুহিত বরন রায় প্রমুখ। দ্বি মাসিক সমন্বয় সভায় বিভিন্ন পরিকল্পনা গ্রহনের পাশাপাশি পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।