ঢাকার দোহারের বেশ কয়েকটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন কেরানীগঞ্জের ছাটগাও এলাকার মৃত হোসেনের ছেলে সোহেল আহমেদ (৩৯) একই গ্রামের সাচ্চু মিয়ার ছেলে সাইদুর রহমান মুন্না (৩৩), কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ইছাম উদ্দিনের ছেলে মো. আলমগীর (২৮), দোহারের নিকড়া গ্রামের মৃত. সোহরাব বেপারির ছেলে ফিরোজুর রহমান ফিরোজ (৪৫), পূর্ব লটাখোলা গ্রামের আলম হোসেনের ছেলে মো. রুবেল (৩১), কক্সবাজারের কুতুবপালং এলাকার ফাইজুল ইসলাম এর ছেলে আনোয়ার সাদিক (২০), একই জেলার টেকনাফ থানার উখিয়া এলাকার মৃত ওমর মিয়ার ছেলে মো. সিদ্দিক (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহারের নূরপুর, নিকড়া বাগানবাড়ি ও জয়পাড়া গাংপাড় এলাকায় অভিযান পরিচালনা দোহার থানার পুলিশের একটি দল। এ সময় ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে আয়নাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান বলে জানায় পুলিশ।
দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল মাদক উদ্ধার ও ৭ মাদক ব্যাবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলিয়ে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাহিম/বা.বি