দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর ) সকাল ১১ঃ ৪৫ ঘটিকায় দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নিতাইসাহ নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম সুজন সরকার (২৫)। সে বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতালা নানলু গ্রামের অতুল সরকারের ছেলে।
জানা যায়, মৃত সুজন সরকার ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউপি’র ৫ নং ওয়ার্ডের শেখালীপাড়া গ্রামের তার মামার বাড়ি সুবাস চন্দ্র সরকারের বাড়িতে থাকতেন। সে কারণেই নিজ বাড়ি থেকে আসার পথে ঘোড়াঘাটে উপজেলার নিতাইসাহ নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেওয়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে যায়। ঘটনাক্রমে ট্রাকের চাকা মৃতের মাথার উপর দিয়েই চলে যাওয়ায় ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, নিহত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে কিন্তু ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি মামলা রুজুর প্রস্তুতি চলছে ।