রাজশাহীর পবা উপজেলা প্রেসক্লাবের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে নওহাটা পৌরসভার বায়া বাজার এলাকায় প্রেসক্লাবের অফিস উদ্বোধন করা হয়। এসময় উপজেলা প্রেসক্লাবের গেটে ফিতা ও কেক কাটা শেষে দোয়া মাহফিল করা হয়।
পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রবিউজ্জামান বাবলু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, পবা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী।
উক্ত উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ সাংবাদিকদের বলেন, পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা নিঃস্বার্থভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে আসছে। এছাড়াও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করেই সাংবাদিকরা বহুদূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহবুজ্জামান মন্টু, ৬নং ওয়ার্ড বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুজ্জামান খান, মেরিডিয়ান কোচিং সেন্টারের পরিচালক আইনুল হক, বায়া বাজার জামে মসজিদের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, রায়হান আলী, রবিন, রবিউল খা, আবু হেনা, আল মামুন, পবা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।