শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ফকিরহাটে চেক চুরি করে টাকা আত্মসাৎ এর অভিযোগ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

বাগেরহাটের মোল্লাহাটে চেক চুরি ও স্বাক্ষর জাল করে এক ব্যবসায়ীর টাকা আত্মসাৎ এর চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মোল্লাহাট থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ঐ ব্যবসায়ী।

অভিযোগ সুত্রে জানা যায়, মেঝেরা গাওলা গ্রামের মৃত হেকমত শেখের পুত্র ব্যবসার কাজে গত বৃহস্পতিবার (৩ জুন) চট্রগ্রাম থেকে ঢাকা পল্টন থানাস্থ আদর্শ অনুবাদ নামক একটি প্রতিষ্ঠানে যায়,যার ব্যবস্থাপনায় ছিলেন মোল্লাহাটের মেঝেরা গাওয়া গ্রামের মোঃ মজিবর রহমান মুন্সির দুই পুত্র মোঃ জামাল উদ্দিন ও মোঃ রাজিব মুন্সি।এদের সাথে পূর্বের আর্থিক লেনদেনের বিষয়ও আলোচনা করে।আলোচনার এক পর্যায়ে বাদী মোঃ জামাল উদ্দিনের সাথে বাহিরে যায়,সেই সুযোগে রাজিব মুন্সি মিম মিতু এন্টারপ্রাইজ এর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ পোর্ট শাখার C.T.G এর হিসাব নং- ০৪৯২১০১০০০০০৫৯১৪ এর একটি চেক চুরি করে রেখে দেয়,যাহা শনিবার (১৯ জুন) মোল্লাহাট থানায় শালিশ বৈঠকে মোঃ জামাল উদ্দিন উপস্থাপন করলে সীল ও সাক্ষর ভূয়া প্রমানিত হয়।