শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সাদুল্লাপুরে দুধের ননী প্রক্রিয়াজাত যন্ত্র পেলেন খামারীরা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গড়ে উঠেছে বেশ কিছু দুগ্ধ খামারী। এসব খামারীদের লাভবান করতে তাদের দেওয়া হলো “মিল্ক ক্রীম সেপারেটর” নামের যন্ত্র। এ যন্ত্র দিয়ে দুধের ননী প্রক্রিয়াজাত করবেন তারা।

 

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে খামারিদের মাঝে এই যন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

 

 

উপজেলা পরিষদ চত্বরে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, প্রাণি সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কণক, ভেটেরিনারী সার্জন ডা. আব্দুল্লাহেল কাফি, থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় প্রমুখ।

 

 

সাদুল্লাপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কণক বলেন, এলডিডিপি প্রকল্পের আওতায় দুধের ননী সঠিক প্রক্রিয়াজাত করণের লক্ষ্যে গাভীপালনকারী উপজেলার তিনটি গ্রুপের সদস্যদের মাঝে এই তিনটি যন্ত্র বিতরণ করা হয়েছে।