শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

লক্ষীপুর লকডাউনে মাঠে তৎপর সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ জুলাই, ২০২১

লক্ষ্মীপুর করোনার উচ্চ সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে যানজটের শহর লক্ষ্মীপুরসহ পাঁচ উপজেলা শহর এখন জনশুন্য হয়ে অনেকটাই ফাঁকা রয়েছে। জরুরি পরিসেবায় নিয়োজিত কিছু যানবাহন ও ওষুধ দোকান ছাড়া সরকারি-বেসরকারি অফিস আদালত, বিপনী বিতান ও গণপরিবহন বন্ধ রয়েছে।

সকাল থেকে লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলাসহ উপজেলার শহরসহ মফস্বল এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির তৎপরতা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে অনেককে। তবু কিছু উৎসুক জনতা স্বাস্থ্যবিধি না মেনে অযথা বাইরে ঘুরাঘুরি করতে দেখা যায়।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ৫টি উপজেলায় ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।