ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে ঠাকুরগাঁও প্রেসক্লাব মাঠে একত্রিত হতে থাকেন বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দী ও উন্নত চিকিৎসার জন্য জেলা বিএনপি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে। এ সময় নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার মুক্তি দাবিতে ও উন্নত চিকিৎসা চাই’ স্লোগান দিতে থাকেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক পৌর মেয়র ঠাকুরগাঁও মির্জা ফয়সাল আমিন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে ঠাকুরগাঁও পৌর ছাত্রদল, ঠাকুরগাঁও জেলা ছাত্রদল, ঠাকুরগাঁও জেলা বিএনপি, পঞ্চগড় জেলা ছাত্রদল, ডেমার জেলা ছাত্রদল, ঠাকুরগাঁও জেলা ছাত্রদল, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল ছাএদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন । সমাবেশ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।