শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

তৃতীয় ধাপে মুক্তাগাছা ইউপি নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তৃতীয় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ বৃহস্পতিবার (০৬ জানুয়ারী) ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। আর ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর।

 

 

দুপুর ১২টায় মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে ১০টি ইউনিয়নে নির্বাচিত সাধারণ আসনের ৯০জন ও সংরক্ষিত নারী আসনের ৩০ জন সদস্য শপথ গ্রহণ করেন। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তালহা প্রমুখ বক্তব্য রাখেন। এতে বিভিন্ন নির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

 

 

এর আগে ময়মনসিংহে জেলা প্রশাসকের হলরুমে সকাল সাড়ে ১০ টায় নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়।

 

 

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা আনুষ্ঠানিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

মুক্তাগাছায় নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন, ১ নং দুল্লা হুসেন আলী হুসি, ২নং বড়গ্রাম জাহান আলী , ৩নং মনিরুজ্জামান মনির , ৪নং কুমারগাতা আকবর আলী সরকার, ৫নং বাঁশাটি উজ্জ্বল কুমার চন্দ, ৬নং মানকোন শহিদুল ইসলাম তারা, ৭নং ঘোগা শরিফ আহমেদ, ৮নং দাওগাঁও জামাল উদ্দিন বাদশা, ৯ নং কাশিমপুর মোয়াজ্জেম হোসেন তালুকদার এবং ১০ নং খেরুয়াজানি হারুন অর রশিদ ।