গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জি. এম সোহেল পারভেজ (শালু) বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারী)বিকেলে উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলদিয়ে শ্রদ্ধা জানানোর সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ, এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নব নির্বাচিত চেয়ারম্যান জি.এম সোহেল পারভেজ কঞ্চিপাড়া ইউনিয়নবাসীকে ধন্যবাদ দিয়ে বলেন, আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন এ জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আপনাদের পাশে থাকবো। সকলের সহযোগিতায় কঞ্চিপাড়া ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির সকল সুবিধা বিনা টাকায় যোগ্য ব্যক্তিকে প্রদান করবো।