শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সরকারের তিন বছর পূর্তি হয়েছে আজ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২

টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের তিন বছর পূর্তি হয়েছে আজ শুক্রবার (৭ জানুয়ারি)।

 

 

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে দলটি। টানা তৃতীয় বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

 

 

এর আগে ১৯৯৬ সালের ২৩ জুন শেখ হাসিনা  প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

 

 

সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

 

 

বর্তমান সরকার তার বিগত দুই মেয়াদে মহাজোটের শরিক জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটের শরিকদের ক্ষমতার অংশীদার করলেও এবার কোন দলকে তারা সরকারের অংশী করেনি।

 

 

নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। ওই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয় পায় ২৮৮টি আসনে। এর মধ্যে আওয়ামী লীগ একাই ২৫৭টি আসনে জয় পায়।

 

 

এরপর ২০১৯ সালের ৬ জানুয়ারি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরদিন ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথের মাধ্যমে সরকার যাত্রা শুরু করে।

সাহিম/বা.বি